১০ শতাংশ আয় বাড়লো রবি’র

২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৪০  
দুই অঙ্কের রাজস্ব প্রবৃদ্ধির ওপর ভর করে ২০১৯ সালে কর পরিশোধ করেও ১৭ কোটি টাকা মুনাফা করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। ২০১৮ সাল জুড়ে ডেটা খাতে রাজস্ব বৃদ্ধির হার কাজে লাগিয়ে ২০১৯ সালে রবি’র মোট রাজস্বের পরিমাণ ছিল ৭ হাজার ৪৮১ কোটি টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। তবে কর চাপ ও ডেটায় ন্যূনতম মূল্য না থাকায় চাপের মুখে থাকার কথা জানেলন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, ১০০ টাকার মধ্যে ৭০ টাকাই সরকারকে দিয়ে বাকি ৩০ টাকা দিয়ে গ্রাহককে সেবা দিতে হয় রবি-কে।